প্রকাশিত: ২৬/০৬/২০১৭ ২:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪২ পিএম

এম.এ আজিজ রাসেল::
উৎসবমূখর পরিবেশে জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রবিবার সকাল সাড়ে ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান ঈদ জামাত অনুষটিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মাহমুদুল হক। নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান কর্ণেল (অব:) ফোরকান আহমদ, জেলা প্রসাশক মো: আলী হোসেন, জেলা জজ শফিকুল ইসলাম ও পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী। পরিচালনা করেন কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। এরপর ছোট-বড় সকলে কুলাকুলিতে মেতে উঠে। এসময় সবার মুখে ধবনিত হয় ঈদ মোবারক….ঈদ মোবারক। বিভিন্ন মহল্লার মসজিদেও ঈদের নামাজ অনুষ্টিত হয়। হিৎসা বিদ্বেষ ভুলে ঈদ নিয়ে এসেছে খুশির বারতা। কক্সবাজার জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামায়াতে প্রায় ২০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। পরে দেশ ও জাতির উত্তোরত্তর সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।এদিকে ঈদে বিনোদন স্পট গুলো জমে উঠে মানুষের পদচারণায়।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...