প্রকাশিত: ০১/০৮/২০২২ ৫:২৪ পিএম
প্রতিবাদী প্ল্যাকার্ড’ নিয়ে মো. ইশতিয়াকের অবস্থান

প্রতিবাদী প্ল্যাকার্ড’ নিয়ে মো. ইশতিয়াকের অবস্থান
পুরো দাম নিয়েও পরিমাণে কম ‘অকটেন’ দেওয়ার অভিযোগে রাজধানীর একটি তেলের পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এক তরুণ।

মো. ইশতিয়াক নামের ওই তরুণ ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কল্যাণপুর সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে ৫০০ টাকার অকটেন নেন।
পাম্প থেকে ৫০০ টাকার ভাউচার দেওয়া হলেও ওই পরিমাণ তেল তাকে দেওয়া হয়নি বলে ইশতিয়াকের অভিযোগ। তিনি মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বললেও পাম্প কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
এর প্রতিবাদে তিনি একটি সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন। খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে ওসি তোফায়েল আহমেদ জানান।

ইশতিয়াক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ৫০০ টাকার তেল চাইলে যে পরিমাণ দিয়েছে, তা আমার কাছে ৩০০ টাকার মনে হয়েছে।

“আমি তাদের কাছে বললাম, আমার ৫০০ টাকার তেল বুঝিয়ে দেন। তখন তারা গাড়িতে আরও তেল ঢুকাতে চাইল। বলতে শুরু করল ভুল হয়েছে।“
ইশতিয়াকের ভাষ্য, এটা ওই কর্মচারীদের ভুল নয়, ‘ইচ্ছাকৃতভাবে’ তারা এমন করেছে এবং এভাবে অনেককে ‘ঠকানো’ হয় বলে তার সন্দেহ।

“যেহেতু সবাই প্রতারিত হচ্ছে। তাই আমি প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি।পুলিশ আসার পর কর্তৃপক্ষ আমার কাছে বারবার ক্ষমা চাইছে।“

তবে থানায় কোনো অভিযোগ করবেন না জানিয়ে ইশতিয়াক বলেন, এভাবেই তিনি প্রতিবাদ জানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চান।

ইশতিয়াকের অভিযোগের বিষয়ে কথা বলতে সোহরাব সার্ভিস স্টেশনের নম্বরে বারবার ফোন করা হলেও কেউ ধরেননি। সুত্র: বিডি নিউজ

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...