প্রকাশিত: ২৮/০৮/২০১৬ ১১:৩৪ এএম

cd0251a8ba49d08773d1269e2bd3f0bd-bariবিডিটোয়েন্টিফোর লাইভ ডটকম::

নারায়ণগঞ্জের যে বাসায় জঙ্গি নেতা তামিম চৌধুরী তার দুই সহযোগী থাকতেন ওই বাসার কাজের বুয়া বলেন, বাসায় তিনজন থাকতেন। মাঝে-মাঝে কয়েকজন যুবক আসা-যাওয়া করতেন।তবে বাসা থেকে খুব একটা বের হতেন না।

এদিকে শহরের পাইকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ১ মাস ২২ দিন তিন জঙ্গি থাকলেও কখনো তাদের দেখেনি এলাকাবাসী।

জঙ্গিরা বাসা থেকে কম বের হতেন। অধিকাংশ সময় বাসায় থাকতেন। অপারেশন হিট স্ট্রং-২৭ শেষে এলাকাবাসী ও তাদের কাজের বুয়ার সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

এলাকাবাসী আমির হোসেন মিয়া বলেন, তারা (জঙ্গিরা) প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতেন না। কাজের বুয়া তাদের বাজার করতেন। মাঝে-মধ্যে যখন বাসা থেকে বের হতেন, কিন্তু কারো সঙ্গে কথা বলতেন না।

তিনি বলেন, ‘বাড়ির সামনে আমার মুদি দোকান আছে। তাদের সপ্তাহে দু-একদিন সকালে বাড়ি থেকে বের হতে দেখেছি। তবে কখন বাসায় ফিরতেন তা দেখেনি।’

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গত ৫ জুলাই বাসাটি ভাড়া নেয় জঙ্গিরা। এরপর থেকে এখানে থাকতেন জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। তবে তাদের বিষয়ে কিছু জানত না এলাকাবাসী। গত ২ আগস্ট পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পলাতক তামিম চৌধুরী ও মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হকের যে কাউকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার দেওয়ান বাড়িতে পুলিশের বিশেষ ইউনিট অভিযান শুরু করে। মূল অভিযান চালানো হয় সকালে। এ সময় পুলিশকে লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি ছুড়লে গুলশানের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তামিমসহ তিন জঙ্গি নিহত হন।

পাঠকের মতামত

বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এরই মধ্যে হাইকমান্ড ...

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা

১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ...

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

লাগাতার আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ ...

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট করছে। আগুনের ...