প্রকাশিত: ০১/০৩/২০১৭ ১০:৫৩ পিএম , আপডেট: ০১/০৩/২০১৭ ১০:৫৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশ সরকারের পরিসংখ্যান কর্মকর্তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ শুরু করেছেন৷ প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ করছেন তাঁরা৷

বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর কর্মকর্তা ওয়াহিদুর রহমান এই বিষয়ে বলেন, ‘‘প্রাথমিকভাবে ক্যাম্পে এবং ক্যাম্পের বাইরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের পরিবারগুলোর তালিকা তৈরি করবো আমরা৷ এরপর তাদের গণনা শুরু হবে৷’’

এই আদমশুমারির অন্যতম লক্ষ্য যে রোহিঙ্গাদের বঙ্গোপসাগরে জেগে ওঠা ঠ্যাঙ্গারচরে স্থানান্তর, সেকথা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন রহমান৷

কক্সবাজারের প্রধান প্রশাসক আলী হোসেন জানিয়েছেন, গণনার কাজ শেষ করতে অন্তত তিনমাস লাগবে এবং তা সরকারের উদ্যোগে সহায়ক হবে৷

বর্তমানে চারলাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে যাদের মধ্যে সম্প্রতি আসা ৭৩,০০০ শরণার্থীও রয়েছে যাঁরা রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরুর পর মিয়ানমার ত্যাগ করেছেন৷

বাংলাদেশ সরকার গতমাসে রোহিঙ্গাদের ঠ্যাঙ্গারচরে সরিয়ে নেয়ার পরিকল্পনা এগিয়ে নেয়ার ঘোষণা দেয়, যদিও দ্বীপটি বন্যাপ্রবণ৷ একাধিক মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের মাত্র কয়েকবছর আগে জেগে ওঠা দ্বীপটিতে সরিয়ে না নেয়ার অনুরোধ জানিয়েছে৷ তবে সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে৷

এদিকে, ছয় হাজার একর আয়তনের ঠ্যাঙ্গারচরে একটি জেটি, হেলিপ্যাড এবং ভিজিটর ফ্যাসিলিটিস তৈরির নির্দেশ দিয়েছে সরকার৷ তবে এই মুহূর্তে সেখানে কোনো জনবসতি নেই বলে জানা গেছে৷ সুত্র::ডিডাব্লিউ

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...