
রবিবার (১৫ আগস্ট) বিকেলে ভাসানচর থেকে ২০ কিলোমিটার দূরে তার মরদেহটি পাওয়া যায়। কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে নৌকাডুবি, ভাসানচর পালানো ২০ রোহিঙ্গা এখনও নিখোঁজ
শুক্রবার রাতে ভাসানচর থেকে ওই নৌকায় করে পালানোর চেষ্টা করে ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ১৪ জন শনিবার সকালে ভাসানচরে ফিরে আসে। এ ঘটনায় এখনও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়ার জন্য রবিবার উদ্ধার হওয়া শিশুটির মরদেহ ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
ক্যাপ্টেন শাহ আলম জানান, শুক্রবার রাত থেকেই নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
পাঠকের মতামত