প্রকাশিত: ১৫/০৮/২০২১ ১০:১২ পিএম

ফাইল ছবি
troবঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় নিহত এক রোহিঙ্গা শিশুর (১২) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (১৫ আগস্ট) বিকেলে ভাসানচর থেকে ২০ কিলোমিটার দূরে তার মরদেহটি পাওয়া যায়। কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে নৌকাডুবি, ভাসানচর পালানো ২০ রোহিঙ্গা এখনও নিখোঁজ

শুক্রবার রাতে ভাসানচর থেকে ওই নৌকায় করে পালানোর চেষ্টা করে ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ১৪ জন শনিবার সকালে ভাসানচরে ফিরে আসে। এ ঘটনায় এখনও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে।

পরিচয় নিশ্চিত হওয়ার জন্য রবিবার উদ্ধার হওয়া শিশুটির মরদেহ ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

ক্যাপ্টেন শাহ আলম জানান, শুক্রবার রাত থেকেই নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

পাঠকের মতামত

টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী’র কারাবন্দি স্ত্রী ফেসবুকে ভাইরাল!

পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের চেহেরার সাথে মিল থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কক্সবাজারের এক ...