উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৮:০২ এএম

কক্সবাজারের টেকনাফে সৈকতে দুই তরুণীর লাশ ভেসে এসেছে, তারা সাগরে ডুবে যাওয়া মালয়েশিয়াগামী ট্রলারের যাত্রী বলে ধারণা পুলিশের।

বুধবার রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্রসৈকত একটি এবং রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা আরেকটি লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের কথা জানিয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “তারা মালয়েশিয়াগামি ট্রলারডুবিতে নিখোঁজ থাকাদের দুজন হতে পারে।”

পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছর বলে পুলিশের ধারণা।

ওসি বলেন, পরিচয় নিশ্চিত হওয়া গেলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশনা মতো ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবি ঘটে।

ট্রলারে থাকা একটি শিশু ও পাঁচজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ৪৫ জনকে। বাকিদের খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় দালালসহ সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য ২৪ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর স্থানীয়  যুবক  নিখোঁজ, জঙ্গলে উদ্ধার মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর মরদেহ তিন ...

১০০ ভরি স্বর্ণ সহ ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী শহীদুল আলম ...