প্রকাশিত: ১০/১০/২০১৬ ৭:৩২ এএম

8মুহাম্মদ জুবাইর টেকনাফ::

টেকনাফের আলোচিত হাফেজ, প্রবীন মুরব্বী,হাজারো ছাত্রের উস্তাজ উস্তাজুল আসাতেজা ,টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়া(বড় মাদ্রাসা) এর প্রাক্তন শিক্ষক,অলিয়াবাদ মরকজ মসজিদের প্রাক্তন ইমামও খতিব হাফেজ শাহ আহমদ (৯৬)ওরফে বুড়া হাফেজ সাহেব হুজুর আর নেই।৯অক্টোবর রবিবার ভোর রাত ৪টায় পৌরসভাস্থ পুরাতন পল্লান পাড়া নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন।মৃত্যু কালে  ৩ ছেলে ৩ মেয়ে নাতি নাতিনী সহ অসংখ্য ছাত্র,ভক্ত, গুনগ্রাহী রেখে যান।

ঐ দিন বিকাল আছরের নামাজের পর পৌরসভা ঈদগাহ ময়দানে মরহুমের কনিষ্ট পুত্র হাফেজ মাওলানা হাবিবুল্লাহর ঈমামতিতে নামাজে জানাযা সম্পন্ন হয়।মরহুমের ইনেÍকালের সংবাদ ছড়িয়ে পড়লে সকলের প্রিয় উস্তাজ কে একনজর দেখে শেষ বিদায় জানানোর জন্য ভিড় জমায়।মরহুমের ইন্তেকালে সর্বত্রে শোকের ছায়া নেমে আসে।তিনি প্রায় ৫৫ বছর টেকনাফ বড় মাদ্রাসার শিক্ষক ও অলিয়াবাদ মরকজ মসজিদের ইমামও খতিবের দায়িত্ব পালন করেন।মরহুমের ওসিয়ত ও শেষ ইচ্ছানুযায়ী বিকাল ৩টায় মরদেহ মাদ্রাসায় নিয়ে গোসলও কাফন পড়ানো হয়।জানাযার পূর্বে সৃতি চারণ করেন পৌরমেয়র হাজী মোঃ ইসলাম,টেকনাফ বড় মাদ্রাসার মুহতামিম মুফতি কিফায়তুল্লাহ শফিক,উপস্থিত ছিলেন ণীলা দারুসসুন্নআহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আফসারুদ্দীন কাসেমী, পৌর প্যানেল মেয়র-১ মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।সৃতি চারনে বলেন মরহুম একজন সৎ যোগ্য,খোদাভিরু মুক্তাকী ছিলেন তার ইনেÍকালে তার পরিবার পিতা ও অভিবাক হারিয়েছে আর টেকনাফ বাসী হারিয়েছে একজন দ্বীনের যোগ্য খাদেম,শিক্ষক কে।যা কখনো পূরণ হবার নয়।আমরা তার বিদেহী আত্বার মাগফেরাত,শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।a

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...