প্রকাশিত: ০৭/০১/২০১৮ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২১ এএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফ বাহারছড়া শামলাপুর গ্রামে প্রশাসনের অনুমতিহীন বিদেশী নাগরিকদের বৈঠককে পন্ড করে দিল প্রশাসন। সূত্রে জানা যায় ৭ জানুয়ারি বাহারছড়া শামলাপুর গ্রামের মৃত আবদু শুক্কুরের ছেলে ছৈয়দ করিমের বাড়িতে প্রশাসনের অনুমতিহীন এই বৈঠকের আয়োজন করা হয়, আর উক্ত বৈঠকের খবর পেয়ে শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত থাকা দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছৈয়দ করিমের বাড়িতে গিয়ে বিদেশী লোকের সাথে উক্ত বৈঠকের ব্যাখ্যা জানতে চাইলে বিদেশী চারজন লোকের পক্ষ থেকে কুষ্টিয়ার আবদুল মান্নান নামে এক ব্যক্তি সাংবাদিক ও প্রশাসনের লোকদের জানান আমরা মুলত সমাজের উন্নয়ন নিয়ে কাজ করি, তাই প্রথমে আমরা বাহারছড়া এসে ছৈয়দ করিমের বাড়িতে বৈঠকে বসে স্থানীয় কয়েকজন পূরুষ ও মহিলার সাথে মতামত করতে ছিলাম, তার এমন উত্তরে উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের লোকজন জীজ্ঞেস করেন যে তাদের সংঘটনের নাম কি, তখন নিউজিল্যান্ডের এক নাগরিক উত্তর দেন যে তারা এখনো তাদের সংঘটনের নাম দেয়নি, প্রাথমিক ভাবে তারা তাদের কার্যক্রমকে কমিনিউটি উন্ননয়ন হিসেবে নাম দিয়েছেন, আর ছৈয়দ করিমের বাড়িতে আসা চার বিদেশি নাগরিকের মধ্যে একজন নিউজিল্যান্ডের ও তিনজন আমেরিকার বলে জানা যায়, পরে তাদের পার্সপোট চেক করে জানা যায় তারা শুধু মাত্র ভ্রমনের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছে, তাদের নেই কোনো কাজের অনুমতি, তারপর তাদের কার্যক্রমের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে বিদেশী নাগরিকদের পক্ষে উক্ত বৈঠকের সমন্বয়ক আবদুল মান্নান জানান আসলে আমরা এই ব্যাপারে স্থানীয় প্রশাসন থেকে কোনো অনুমতি নেইনি। পরে তাদের সর্তক করে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও সেনা কর্মকর্তারা বলেন এইখানে সামাজিক উন্নয়নে কিছু করতে চাইলে প্রথমে স্থানীয় প্রশাসনের অনুমতি লাগে, আপনারা এখানে কিছু করতে চাইলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শামলাপুর ফুটবল খেলার মাঠে সেনা ক্যাম্পের পাশে ক্যাম্প করে করতে পারেন, তখন আমরা আপনাদের সহযোগিতা ও নিরাপত্তা দিব বলে প্রশাসনের অনুমতিহীন এই ভূয়া এনজিওর গোপন বৈঠক পন্ড করে দেন। পরে বিদেশী নাগরিক সহ তাদের সাথে আসা দেশীয় অন্যন্যা লোকেরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যান। এদিকে দেশের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান বৈঠকে বিদেশী নাগরিকরা গোয়েন্দা নজরদারীতে রয়েছে।

পাঠকের মতামত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ...

উখিয়া বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদার এর আবেদন ...

নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচীতে জাবেদ রেজাবিএনপি পরিচয়ে চাঁদাবাজ ও টেন্ডারবাজির স্থান নাই

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের ...