ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১১/২০২৩ ৮:২৭ এএম

টেকনাফ থেকে নিয়ে আসা ২০ হাজার ইয়াবাসহ একটি গাড়ি থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রামের চান্দগাও থানা পুলিশ।

গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে তারা ইয়াবা পাচার করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ইরফানুল হক (৩২) এবং শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৯)।

চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বুধবার রাত ৯টার দিকে এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওসি জানান, গাড়িটিতে ‘ইনফো বাংলা’ স্টিকার লাগানো ছিল। পুলিশ রাস্তায় গাড়িটিকে থামার সংকেত দিয়েছিল।

কিন্তু এটি পালানোর চেষ্টা করায় আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা দুই জনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।

ওসি আরও বলেন, ‘পুলিশকে ফাঁকি দিতে তারা গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। আগেও তারা একইভাবে মাদক পাচার করে করেছেন।’

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...