ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১১/২০২৩ ৮:২৭ এএম

টেকনাফ থেকে নিয়ে আসা ২০ হাজার ইয়াবাসহ একটি গাড়ি থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রামের চান্দগাও থানা পুলিশ।

গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে তারা ইয়াবা পাচার করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ইরফানুল হক (৩২) এবং শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৯)।

চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বুধবার রাত ৯টার দিকে এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওসি জানান, গাড়িটিতে ‘ইনফো বাংলা’ স্টিকার লাগানো ছিল। পুলিশ রাস্তায় গাড়িটিকে থামার সংকেত দিয়েছিল।

কিন্তু এটি পালানোর চেষ্টা করায় আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা দুই জনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।

ওসি আরও বলেন, ‘পুলিশকে ফাঁকি দিতে তারা গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। আগেও তারা একইভাবে মাদক পাচার করে করেছেন।’

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...

শিশুদের সৃজনশীলতা বাড়াবে ‘এনগেজ টুলকিট’: ব্র্যাক আইইডি

প্রচলিত শিক্ষায় শিক্ষকেরা একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে ও নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। ...

কোটবাজার দোকান-মালিক সমিতির নবনির্বাচিতদের শপথ ও দায়িত্বভার গ্রহণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার ...