ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ৬:১৪ পিএম

রাজধানীর কাকরাইলের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে আসা ৭২৫০টি ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সোয়া ২টার দিকে ৪টি কৌটা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা উত্তরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক শাহীনুল কবীর।

ডিএনসির এই কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে এসএ কুরিয়ার সার্ভিসে ৪টি কৌটায় করে ইয়াবার একটি চালান কাকরাইল এসেছে। পরে আমরা সেখানে অভিযান চালিয়ে চারটি কৌটা থেকে ৭২৫০টি ইয়াবা জব্দ করি। এই ইয়াবাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার কথা ছিল। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

শাহীনুল কবির আরও বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরে সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে এসএ পরিবহনের কাকরাইল শাখায় অভিযান চালাই। পরে এই ইয়াবার চালানটি জব্দ করা হয়। এই ইয়াবাগুলো কক্সবাজার থেকে কারা পাঠিয়েছে এবং এর পেছনে কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

খুনিদের শাস্তির দাবিতে ফুঁসে উঠলো জনতা উখিয়ায় নিহত কামাল মেম্বারের জানাজায় শোকাহত মুসল্লির ঢল

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেন ...

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ...