উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৭:২৬ পিএম

দীর্ঘ দিনের সকল জল্পনা,কল্পনা শেষ করে অবশেষে টেকনাফ উপজেলা আ.লীগের সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

উক্ত সম্মলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সম্পাদক নির্বাচিত হয়েছে।

১১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক সাধারন সম্পাদক নুরুল বশর ও সাধারন সম্পাদক হয়েছে সাবেক যুগ্ন সম্পাদক মাহবুব মোর্শেদ।

এর আগে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল আলম, সম্মেলনের প্রধান বক্তা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ালীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী এবং জেলা-উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত

পর্যটন সম্ভাবনায় ভরপুর মহেশখালীর ধুইল্যাজুড়ি পাহাড়

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ‘ধুইল্যাজুড়ি পাহাড়ি ঢালা’ পর্যটন সম্ভাবনায় ভরপুর। সুউচ্চ পাহাড়, ...

চকরিয়া থেকে প্রত্যাহারের পর মনজুর কাদের এবার হাটহাজারীর ওসি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে কক্সবাজারের চকরিয়া থানা ...