প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ৬:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০০ এএম

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ অভিযানে ইয়াবা চোরাকারবারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,  আজ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র বিশেষ টহলদল জানতে পারে যে, আনোয়ারের প্রজেক্ট বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত নাফ নদীর কিনারায় ঔঁৎ পেতে থাকে। পরে একজন লোককে ব্যাগ হাতে নাফ নদী হতে আনোয়ার প্রজেক্ট এলাকার দিকে আসতে দেখে টহলদল থাকে চ্যালেঞ্জ করে।

বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ করামাত্র ইয়াবা চোরাকারবারী দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।   একপর্যায়ে ইয়াবা চোরাকারবারী হাতে থাকা ব্যাগটি ফেলে  কর্দমাক্ত লবণ মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে টহলদল ব্যাগটি খুলে ৬০ লাখ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...