প্রকাশিত: ২৬/১১/২০২১ ৮:৩৪ এএম

কক্সবাজারের টেকনাফে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫৪ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। এইদিনে বাহারছড়া ইউনিয়নে ১০০ জন এবং পৌরসভায় মোট ৫৪ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

টেকনাফ উপজেলার নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম দাখিল করেছেন টেকনাফ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত তিনটি আসনে ১০ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ৪০ জন প্রার্থী। টেকনাফ পৌরসভায় মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম (নৌকা), সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল (স্বতন্ত্র), আব্দুস শুক্কুর সিআইপি (স্বতন্ত্র) ও জাতীয় পার্টি থেকে মনোনীত মোহাম্মদ শাহা জাহান (লাঙ্গল) স্ব-স্ব সমর্থকদের নিয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলামের হাতে মনোনয়ন ফরম দাখিল করেন।

এসময় আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থীর সাথে সাবেক সাংসদ আব্দুর রহমান বদিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংরক্ষিত-১ (ওয়ার্ড নং-৪,৫,৬) কাউন্সিলর পদে, রুবিনা আক্তার, কোহিনুর আক্তার,মোছামত ফিরোজা বেগম ও ইয়াছমিন আক্তার মনোনয়ন ফরম দাখিল করেন।
সংরক্ষিত-২ (৪,৫,৬ ওয়ার্ড) লিলি আকতার, শামীমা আকতার,জোসনা আক্তার ও দিলরুবা খানম।
সংরক্ষিত-৩ (৭,৮,৯ ওয়ার্ড) নাজমা আলম ও আরফা বেগম।
সাধারণ-১ ওয়ার্ডে মোঃ ইউনুছ,দিল মোহাম্মদ ও শাহ আলম মিয়া।

সাধারণ-২নং ওয়ার্ডে আবু হারেছ,এনামুল হাসান, সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, মো. আয়ুব ও মো. ওয়াছ করিম।
সাধারণ ৩ নং ওয়ার্ডে এহেতাশামুল হক,মো. আশরাফ আলী, মো. জাহেদ হোসাইন ও হবীবুল হক।
সাধারণ-৪ নং ওয়ার্ডে হাছান আহমদ,ইমান শরীফ,হোসেন আহম্মদ, মো. তারেক, মোবারক ও আব্দুর রহিম মুন্না।
সাধারণ-৫ নং ওয়ার্ডে ছৈয়দুল ইসলাম,নুরুল হোসাইন,একেএম মঞ্জুরুল করিম সোহাগ,মো. ইউছুফ মনু, রেজাউল করিম মানিক ও ছৈয়দ আলম।
সাধারণ-৬ নং ওয়ার্ডে আব্দুল করিম, মনির আলম,আব্দুল গফুর, শেখ হায়দার, মো. আব্দুল্লাহ, সোহেল রানা ও নুরুল পারভেজ রিপন।

সাধারণ-৭ নং ওয়ার্ডে মুজিবুর রহমান একজনই এই ওয়ার্ডে মনোনয়ন ফরম দাখিল করেন।
সাধারণ-৮ নং ওয়ার্ডে আব্দুল জব্বার, গফুর আলম, মো. মনিরুজ্জামান ও মো. আলমগীর।
সাধারণ-৯ নং ওয়ার্ডে মোস্তাক আহমদ, আব্দুল আমিন জিসান, নুরুল বশর ও জোবাইর হোসেন স্ব-স্ব সমর্থকদের নিয়ে
মনোনয়ন ফরম দাখিল করেছেন।
এছাড়া বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন ১৩ জন, সংরক্ষিত তিনটি আসনে ২০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৭৩ জন। সে হিসাবে বাহারছড়া ইউনিয়নে মোট ১০০ জন এবং মনোনয়ন ফরম দাখিল করেছেন।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর সোমবার প্রার্থীদের যাচাই-বাচাই, ৬ ডিসেম্বর সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের টেকনাফ পৌরসভা ইভিএম এর মাধ্যমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...