প্রকাশিত: ২৭/০৯/২০১৯ ৮:১৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়ায় মাদক আস্তানায় অভিযান চালিয়ে মাদক জাতীয় পানীয়সহ তিন জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানীয় ধ্বংস করা হয়। একই সঙ্গে সাত জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়ার জ মে নাইং (২২), নাটমুরা পাড়ার বেলাল উদ্দীন (২০) ও সদরের কচুবনিয়া এলাকার আব্দুল গণি (২৮)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাদক আস্তানায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর ও টেকনাফ র‌্যাব-১৫ ক্যাম্প ইনচার্জ লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হ্নীলা চৌধুরী পাড়ায় মাদক তৈরীর আস্তায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ৮০ হাজার লিটার মাদক জাতীয় পানীয় উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুরের নেতৃত্বে উদ্ধার মাদক জাতীয় ভেজাল পানি ধ্বংস করা হয়।

মাদক আস্তানায় র‌্যাবের অভিযান

এ সময় চোখিং ওয়ান, মে মোছেন, মাছেন এ, মারী, উছেন ও উছেন কী নামের সাতজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘মাদক আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হবে।’

জানতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর বলেন, ‘মাদক আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক ক্রেতাকে আটক করা হয়। ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানীয় ধ্বংস করা হয়। মাদক আস্তানাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

পাঠকের মতামত

কক্সবাজার জেলগেইট, উত্তরণ ও কলাতলী বাইপাস এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য

কক্সবাজার শহরের জেলগেইট এলাকা, উত্তরণ ও বাইপাস সড়ক বর্তমানে ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার ...

প্রকাশিত সংবাদ ও অপপ্রচার প্রসঙ্গে মাঈন উদ্দিনের বিবৃতি-প্রতিবাদ ও ব্যাখ্যা

আমি নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু’র প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য দিল মোহাম্মদ ...

মরিচ্যা- খুনিয়াপালং সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মরিচ্যা- খুনিয়াপালং সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন। ...

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে ‘কোর্টবাজার দোকান মালিক সমিতি’

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত কোর্টবাজারের ব্যবসায়ীদের পরিবারের ...