প্রকাশিত: ০২/০৮/২০১৭ ৯:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৯ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফে চলমান ভোটার হালনাগাদে সাধারণ ভোটারদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা নেওয়ার অপরাধে এক তথ্যসংগ্রহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত ঐ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালীপাড়া, রঙ্গিখালী মাদরাসা পাড়া ও দরগা আলীখালী রাস্তার মাথাস্থ ভোটার এলাকায় নিয়োজিত তথ্যসংগ্রহকারী লেদা জুনিয়র হাইস্কুলের শিক্ষক মুচনী এলাকার বশির আহমদের পুত্র দেলোয়ার হোছাইনকে টাকার বিনিময়ে ভোটার নিবন্ধন করার অপরাধে গতকাল বুধবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, লোকজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই তথ্যসংগ্রহকারীকে দায়িত্ব থেকে একেবারে অব্যাহতি দেওয়া হয়েছে। ভোটার নিবন্ধনে চরম অনিয়মের আশ্রয় নেওয়ায় অব্যাহতি প্রাপ্ত এই স্কুল শিক্ষককের বিরুদ্ধে কমিশন আইনী ব্যবস্থা নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোটার হালনাগাদ বিশেষ কমিটির সভাপতি জাহিদ হোসেন ছিদ্দিক জানান, অব্যাহতি প্রাপ্ত তথ্যসংগ্রহকারীর বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া আইন পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত: ১ আগষ্ট দৈনিক কক্সবাজার পত্রিকায় টেকনাফে টাকার বিনিময়ে ভোটার তালিকায় অর্ন্তভুক্তি শিরোনামে তথ্যভিত্তিক সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাচন অফিস সরেজমিনে তদন্ত পূর্বক অভিযুক্ত তথ্যসংগ্রহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

পাঠকের মতামত

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাইক্ষ্যংছড়িতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের ...

মিয়ানমারে অস্ত্র ফেলে বিরোধীদের আলোচনায় বসতে অনুরোধ জান্তার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার সঙ্গে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র ...