প্রকাশিত: ১৫/১১/২০১৯ ৩:৪০ পিএম , আপডেট: ১৫/১১/২০১৯ ৩:৪২ পিএম

টেকনাফে ২ বিজিবি সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। ১৫ নভেম্বর (জুমাবার) উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ছ্যুরি খালের নিকটস্থ বেড়িবাঁধ এলাকায় রাতের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। বিজিবি সুত্র জানায়, হ্নীলা ইউনিয়নের লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল বেঁড়িবাদ এলাকায় ছ্যুরি খালের নিকটস্থ কেওড়া বাগানে পৌছলে সেখানে মাটির খোঁড়ার শব্দ পেয়ে এগিয়ে গেলে ০৩-০৪ জন ব্যক্তিকে মাটি খুঁড়তে দেখে টর্চের আলো ফেললে তাদেরকে কালো পলিথিনে মোড়ানো একটি বস্তা মাটির নীচ হতে বের করতে দেখে। এ সময় সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তাদের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এতে বিজিবি টহলদলের ০২ (দুই) জন সদস্য আহত হয়। এ সময় বিজিবি’র টহলদলটি নিজেদের জান ও সরকারি মালামাল রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ০৮-১০ মিনিট গুলি বিনিময় হয়। এরপর ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে ঘটনাস্থল হতে দৌঁড়ে দ্রুত পালিয়ে যায়। গোলাগুলির শব্দ থামার পর টহলদলের সদস্যরা উক্ত এলাকা তল্লাশী করে বর্ণিত স্থানে ০১ (এক) জন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মৃত ব্যক্তির পকেটে রক্ষিত পরিচয়পত্র মতে সে মিয়ানমারের বাসিন্দা মোতালেব এর পুত্র নুর কবির। ঘটনাস্থলে তল্লাশী করলে ১ লাখ ২০বিশ হাজার ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) টি দেশীয় তৈরী বন্দুক এবং ০২ (দুই) রাউন্ড তাঁজা কার্তুজ পাওয়া যায়। আহত বিজিবি সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারী কর্তব্যে বাঁধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাঠ দিবস উদযাপন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র ঝুঁকিতে রয়েছেন কক্সবাজারের টেকনাফের সাবরাং অঞ্চলের মানুষ। বিশেষ করে, মাটি ও ...

পাহাড় থেকে সেনা ও বাঙালি প্রত্যাহার করতে হবে, জাতিসংঘে সন্তু লারমার নাতনি

নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত আদিবাসী ইস্যু-বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) ২৪তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ...

উখিয়ায় মা’হাদুত তাকওয়া মহিলা হিফজ মাদ্রাসা’র যাত্রা শুরু

উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া জামবাগান অবস্থিত নারীদের জন্য বিশুদ্ধ কোরআন সুন্নাহর জ্ঞান ...