প্রকাশিত: ০৭/০২/২০১৭ ৬:৫২ পিএম , আপডেট: ০৭/০২/২০১৭ ৬:৫৪ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ ::
টেকনাফে ময়না তদন্তের জন্য ১৭ দিন পর কবর থেকে মাওঃ আনোয়ার হোসাইনের লাশ উত্তোলণ করা হয়েছে।
মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সোয়া এগারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের উপস্থিতিতে টেকনাফ উপজেলার বাহারছড়ার ইউনিয়নের বড়ডেইল কবরস্থান থেকে লাশ উত্তোলন করেন। মামলা তদন্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানার পুলিশ পরির্দশক (অপারেশন) শফিউল আলম বলেন, কক্সবাজার বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করা হয়, এখন লাশ উত্তোলনের প্রাথমিক কাজ শেষ হয়েছে, সুরতহাল রিপোর্ট তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকান্ড কিনা। এ মামলায় প্রধান আসামী স্ত্রী সুফিয়া আফরিন লুৎফা বর্তমানে জেল হাজতে রয়েছে।
লাশ উত্তোলনকালে সাথে থাকা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: শোভন দাশ জানায়, লাশের ভিবিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, মাওঃ আনোয়ার হোসাইন (৪৫) দীর্ঘ ১৪ বছর পর প্রবাস থেকে দেশে ফিরে ৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন। গত ২০ জানুয়ারী বিকালে নিজ বাড়িতে রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু ঘটে। ২১ জানুয়ারী ময়না তদন্ত ছাড়াই তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ হোসাইন বাদী হয়ে সিআর মামলা নং- ৩৩/২০১৭ রুজু করেন। মামলায় মাওঃ আনোয়ার হোসাইনের স্ত্রী সুফিয়া আফরিন লুৎফাকে প্রধান করে অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামী করা হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী লুৎফারকে আটক করে পুলিশ। এরপর সুফিয়া আফরিন লুৎফার পিতা মিঠাপানিরছড়ার হাফেজ মোঃ আয়ুব বাদী হয়ে ৩০ জানুয়ারী তার বড় ভাই মোঃ হোসাইন কে প্রধান করে আরও একটি মামলা দায়ের করেন।
এদিকে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় মুখরোচক আলোচনার ঝড় বইছে এবং লাশ উত্তোলণকালে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমায়।
অপরদিকে ঘটনা রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন বলে ও জানা যায় স্থানীয়রা।এদিকে লুৎফার পিতা মাওঃ আনোয়ার সাংবাদিকদের জানান আমার মেয়ে নির্দোশ হত্যার সাথে কখনো জড়িত নই।আমি ও নিরপেক্ষ তদন্ত করে মূল রহস্য উদঘাটনের দাবী জানাচ্চি।

পাঠকের মতামত

উখিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি-প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি ...

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ...

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...