প্রকাশিত: ৩০/১১/২০২১ ৯:১১ এএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছরা ইউপি নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার যাচাই-বাছাইয়ের দিনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এর মধ্যে মেয়র পদে ২ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন রয়েছেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাতে রিটার্নিং অফিসার ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ৩টি আসনে ১০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪০ জনসহ মোট ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই কালে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- মেয়র পদে ২ জন – আবদুস শুক্কুর সিআইপি ও মো. ইসমাইল।

তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থী। আর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন হলেন- ৩নং ওয়ার্ডের হাবিবুল হক, ৬নং ওয়ার্ডের মনির আলম, ৯নং ওয়ার্ডের আবদুল আমিন জিসান ও জুবাইর হোসেন।
এছাড়া বাহারছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ নারীসহ ১৩ জন, সংরক্ষিত ১নং আসনে ৬ জন, সংরক্ষিত ২নং আসনে ৮ জন, সংরক্ষিত ৩নং আসনে ৬ জন, সাধারণ ১নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ২নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ৩নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৪নং ওয়ার্ডে ৫ জন, সাধারণ ৫নং ওয়ার্ডে ৬ জন, সাধারণ ৬নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৭নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৮নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৯নং ওয়ার্ডে ৮ জনসহ মোট ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...