ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২২ ১০:১৫ এএম

EN
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে স্থানীয় এক জেলের জালে একসঙ্গে তিন জোড়া ইলিশ ধরা পড়েছে। প্রতিটি ইলিশের ওজন দুই কেজি করে। আজ রোববার রাত আটটার দিকে টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছবাজারে ইলিশ ছয়টি বিক্রির জন্য আনা হয়। একসঙ্গে তিন জোড়া ইলিশের দাম হাঁকা হচ্ছে ২০ হাজার টাকা।

উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা জেলেপাড়ার বাসিন্দা হামিদ উল্লাহর জালে মাছগুলো ধরা পড়ে। তিনি বলেন, আজ রোববার বিকেলে ছোট একটি নৌকা নিয়ে জাদিমোরা এলাকার নাফ নদীতে জাল ফেলেছিলেন। একই সময় বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। বড়শিতে বিভিন্ন প্রজাতির কয়েকটি মাছ ধরা পড়ে। এর মধ্যে সন্ধ্যায় জাল টেনে তুলতেই দেখতে পান ছয়টি বড় ইলিশ। মাছগুলো দেখে খুবই খুশি লেগেছে। পরে মাছগুলো বিক্রির জন্য বাজারে চলে আসেন।

মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে সাতটার দিকে মাছগুলো বাজারে নিয়ে আসেন হামিদ উল্লাহ। ওজন দিয়ে দেখা যায়, মাছগুলোর প্রতিটির ওজন দুই কেজি করে। এরপর তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকায় মাছগুলো কিনে রাখেন বাজারের খুচরা মাছ ব্যবসায়ী নবী হোসেন।

নবী হোসেন বলেন, নাফ নদীর ইলিশের কদর আছে। এ নদীর ইলিশ সুস্বাদু। এ কারণেই দাম এমনিতেই একটু বেশি। তিনি ছয়টি ইলিশ ১৭ হাজার টাকায় কিনেছেন। এখন ২০ হাজার টাকা পেলেই মাছগুলো বিক্রি করে দেবেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময় মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে জেলেরা এ তাৎপর্য বুঝতে পেরেছেন। তাই নিষেধাজ্ঞা চলাকালীন মাছ ধরা থেকে বিরত থেকেছেন। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...