প্রকাশিত: ১০/১১/২০১৬ ৭:২৫ পিএম , আপডেট: ১০/১১/২০১৬ ৮:১৭ পিএম

15055718_1649715251986833_8623848117600833530_nটেকনাফ প্রতিনিধি::

টেকনাফ দমদমীয়া বিজিবি চেকপোষ্টে পর্যটক জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয়-জাবি শিক্ষার্থীদের সাথে বিজিবির ঘটনার সমাধান হয়ছে। টেকনাফ-ককসবাজার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার সময় টেকনাফ উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি প্রতিনিধির সাথে জাহাঙ্গির নগর বিশ^ বিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক হয়। এতে অভিযুক্ত ১০ বিজিবি সদস্যের বিরুদ্ধে বিজিবি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত হয়। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বিজিবি সদস্যদের বিরুদ্ধে বিজিবির বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়। বৈঠকে জাহাঙ্গির নগর বিশ^ বিদ্যালয়র পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবুর রহমন, টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাসেল, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ ১০ নভেম্বর বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫টায় টেকনাফ দমদমীয়া বিজিবি চেকপোষ্টে জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয়-জাবি শিক্ষার্থী ও বিজিবির সাথ তল্লাসীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত ও বিজিবি উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। জহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শাজ্জাদ বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে দমদমীয়া চেকপোষ্টে নিয়মিত তল্যাশির সময় কর্তব্যরত বিজিবি সদস্য অসৌজন্যমূলক আচরণ করায় ছাত্ররা আচরণের প্রতিবাদ জানায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিজিবির অসৎ আচরণ ও ন্যায় বিচারের দাবিতে বিশ^বিদ্যালয়ের ১৪৫জন ছাত্র রাস্তায় অবস্থান নেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...