প্রকাশিত: ১৫/০৭/২০১৬ ১২:৪২ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে সমুদ্রতীরবর্তী খুরেরমুখে স্থাপিত বিজিবির চেকপোষ্টের জওয়ানেরা অভিযান চলিয়ে ১লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এসব ইয়াবার বাজারমূল্য অন্তত ৩কোটি টাকা বলে জানাগেছে। বিজিবি সুত্র জানায়, ১৫জুলাই ভোর রাত আড়াইটার দিকে খুরেরমুখ বিজিবি চেকপোষ্টে কর্তব্যরত জওয়ানেরা সাবরাং মুন্ডারডেইল সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হন। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদ

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অনলাইনে পার্টটাইম (খণ্ডকালীন) চাকরির টোপ দিচ্ছে একটি প্রতারকচক্র। তাদের লোভনীয় টোপে অনেকেই ...