প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৮:৫৩ এএম
টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফ বাহারছড়ায় সমুদ্রে একটি টানা জালে প্রায় সাড়ে ৭ লাখ টাকার কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার সকালে এ মাছগুলো ধরা পড়ে।
স্থানীয় জেলো জানায়, শনিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বাহারছড়ার বাসিন্দা মুসলিমের মালিকানাধীন একটি টানা জাল নিয়ে জেলেরা মাছ ধরতে সমুদ্রে জাল ফেলে। এরপর সকালে জালগুলো টেনে নিলে ওইসব জালে প্রায় সাে ৪ শতাধিক মাছ ধরা পড়ে। মাছ গুলো ৫/৬ কেজি ওজন হবে। মাছগুলো সমুদ্রে নিয়ে আসলে শত শত লোকজন দেখতে ভীড় করে। পরে গুলো স্থানীয় মাছ ব্যবসায়ী প্রায় সাড়ে ৭ লাখ টাকার বিনিময়ে ক্রয় করেন। পরে তিনি মাছগুলো চট্রগ্রাম ও ঢাকা বিক্রি করার জন্য পাঠিয়ে দেন। এদিকে একসাথে এত টাকা পাওয়ায় জেলেরা খুবই খুশি হয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ...