প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৮:৫৩ এএম
টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফ বাহারছড়ায় সমুদ্রে একটি টানা জালে প্রায় সাড়ে ৭ লাখ টাকার কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার সকালে এ মাছগুলো ধরা পড়ে।
স্থানীয় জেলো জানায়, শনিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বাহারছড়ার বাসিন্দা মুসলিমের মালিকানাধীন একটি টানা জাল নিয়ে জেলেরা মাছ ধরতে সমুদ্রে জাল ফেলে। এরপর সকালে জালগুলো টেনে নিলে ওইসব জালে প্রায় সাে ৪ শতাধিক মাছ ধরা পড়ে। মাছ গুলো ৫/৬ কেজি ওজন হবে। মাছগুলো সমুদ্রে নিয়ে আসলে শত শত লোকজন দেখতে ভীড় করে। পরে গুলো স্থানীয় মাছ ব্যবসায়ী প্রায় সাড়ে ৭ লাখ টাকার বিনিময়ে ক্রয় করেন। পরে তিনি মাছগুলো চট্রগ্রাম ও ঢাকা বিক্রি করার জন্য পাঠিয়ে দেন। এদিকে একসাথে এত টাকা পাওয়ায় জেলেরা খুবই খুশি হয়েছেন।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...