প্রকাশিত: ০৭/০১/২০১৭ ৭:২৬ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবা ‘গডফাদারে’র হামলায় আহত হয়েছেন উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য কলিম উল্লাহ (৩৮)। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং দক্ষিণ নয়াপাড়ার মৃত নুর আহমদের ছেলে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সাবরাং নয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এলাকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে পরিচিত ইয়াবা ব্যবসায়ি ও সাবরাং জিনাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইব্রাহিম ওরফে সিকদার (৩৫) এই হামলা চালিয়েছে।

আহত কলিম উল্লাহর পারিবারিক সূত্র এমনটাই দাবি করেছেন। তাদের দাবি, ইয়াবা ব্যবসায়ি ইব্রাহিমের ইয়াবার চালান বিজিবির হাতে ধরা পড়া ও পাচারকালে ‘গায়েব’ হওয়ার জন্য যুবলীগ নেতা কলিম উল্লাহর হাত রয়েছে এমন সন্দেহ থেকেই এই হামলা চালানো হয়।

আহত যুবলীগ নেতা কলিম উল্লাহকে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কলিম উল্লাহ ও তার বড় ভাই সলিম উল্লাহ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ইয়াবা পাচারকারি ইব্রাহিম নয়াপাড়া বাজারে যুবলীগ নেতা কলিম উল্লাহর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইব্রাহিম নিজেই ভারি অস্ত্র দিয়ে কলিম উল্লাহর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন এসে তাকে ইব্রাহিমের কবল থেকে রক্ষা করেন।

তারা জানান, প্রায় দুই মাস আগে ‘ইয়াবা গডফাদার’ মোহাম্মদ ইব্রাহিমের এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা বিজিবি হাতে ধরা পড়ে। এছাড়াও ইদানিং ইয়াবা পাচারকালে আরও ৪০ হাজার ইয়াবা (চার কার্ড) গায়েব হয়ে যায়। আর এই দুইটি ঘটনার জন্য যুবলীগ নেতা কলিম উল্লাহকে সন্দেহ করে তার উপর এই হামলা করা হয়েছে।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...