প্রকাশিত: ১৩/১২/২০২১ ২:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় সোমবার (১৩ ডিসেম্বর) সকালে মিলন জলদাস নামের এক জেলে অতিরিক্ত মদপান করে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলেপাড়া এলাকায় মিলন জলদাস মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। জলদাস হ্নীলার সুধীর জলদাসের পুত্র।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি অতিরিক্ত মদপানের ফলে জেলের মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানতে পারব।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...