উখিয়ায় বালু নেই তবু ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ, উদ্দেশ্য পাহাড় কাটা
কক্সবাজারের উখিয়ার পালংখালী খালে বালু উত্তোলনের নামে চলছে পাহাড় কাটার মহা ধ্বংসযজ্ঞ। উক্ত খালে বালু ...
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় সোমবার (১৩ ডিসেম্বর) সকালে মিলন জলদাস নামের এক জেলে অতিরিক্ত মদপান করে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলেপাড়া এলাকায় মিলন জলদাস মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। জলদাস হ্নীলার সুধীর জলদাসের পুত্র।
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি অতিরিক্ত মদপানের ফলে জেলের মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানতে পারব।
পাঠকের মতামত