ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৩ ৬:৫৬ এএম

নোয়াখালী সদর উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর ২ তরুণীকে টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গত ৩০ এপ্রিল নিখোঁজ হন তারা।

পুলিশ সুপার জানান, নিখোঁজ দুই তরুণীর অভিভাবক সুধারাম মডেল থানায় গত ১ মে দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায়, নিখোঁজ দুজন একে অপরের বান্ধবী। উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আসক্ত। টিকটক ব্যবহারের একপর্যায়ে তাদের সঙ্গে ঢাকার একটি টিকটকার দলের পরিচয় হয়।

ওই টিকটকার দল তাদের রঙিন জীবনের স্বপ্ন দেখায়। টিকটকারদের ফাঁদে পড়ে ৩০ এপ্রিল একসঙ্গে দুই বান্ধবী ঢাকার উদ্দেশে পালিয়ে যান। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় অভিযান চালিয়ে টিকটক দলটির অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় নিখোঁজ ২ তরুণীকে রেখে পালিয়ে যায় টিকটক দলের সদস্যরা। পরে ডিবি পুলিশ ওই দুইজনকে সেখান থেকে উদ্ধার করে।

মো. শহীদুল ইসলাম বলেন, ‘যথাসময়ে উদ্ধার না হলে দুই তরুণীকে ভারতে পাচার বা জোর করে যৌনকর্মে বাধ্য করা হতো বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঢাকার টিকটক দলটিকে শনাক্তের চেষ্টা চলছে

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...