ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৩ ৬:৫৬ এএম

নোয়াখালী সদর উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর ২ তরুণীকে টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গত ৩০ এপ্রিল নিখোঁজ হন তারা।

পুলিশ সুপার জানান, নিখোঁজ দুই তরুণীর অভিভাবক সুধারাম মডেল থানায় গত ১ মে দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায়, নিখোঁজ দুজন একে অপরের বান্ধবী। উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আসক্ত। টিকটক ব্যবহারের একপর্যায়ে তাদের সঙ্গে ঢাকার একটি টিকটকার দলের পরিচয় হয়।

ওই টিকটকার দল তাদের রঙিন জীবনের স্বপ্ন দেখায়। টিকটকারদের ফাঁদে পড়ে ৩০ এপ্রিল একসঙ্গে দুই বান্ধবী ঢাকার উদ্দেশে পালিয়ে যান। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় অভিযান চালিয়ে টিকটক দলটির অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় নিখোঁজ ২ তরুণীকে রেখে পালিয়ে যায় টিকটক দলের সদস্যরা। পরে ডিবি পুলিশ ওই দুইজনকে সেখান থেকে উদ্ধার করে।

মো. শহীদুল ইসলাম বলেন, ‘যথাসময়ে উদ্ধার না হলে দুই তরুণীকে ভারতে পাচার বা জোর করে যৌনকর্মে বাধ্য করা হতো বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঢাকার টিকটক দলটিকে শনাক্তের চেষ্টা চলছে

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...