প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৩:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। নগরীর পানি নিষ্কাশনের নালা পরিষ্কার না থাকা এবং মহেশখালী অস্থায়ী বাধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে নদী কিংবা খাল নয়, নৌকা চলছে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার রাস্তায়। নিম্নচাপের প্রভাবে গতকাল রোববার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট।

রাতভর বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, ২ নম্বর গেইট ও চকবাজারসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে পড়েন নগরবাসী। এছাড়া চলাচলের জন্য যানবাহন না থাকায় বিপাকে পড়েন তারা।

মহেশখালী অস্থায়ী বাঁধ নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই নগরীর আগ্রাবাদসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে আজ সোমবার দুপুরে আগ্রাবাদ এলাকা ঘুরে দেখেন সিটি মেয়র আ জ ম নাসির। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, এ সমস্যাটা এখন আমরা মুখোমুখি হচ্ছি। আমরা এ বিষয়ে পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি, কাজটা আমরা যেভাবে শুরু করেছি এটি পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করবো। আগামী বছর এটার একটা ভালো সুফল পাওয়া যাবে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার মহাসড়কে বেপরোয়া ঈগল বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় জায়েদ হাসান সাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

কোনো মাস্টার মাইন্ড জামায়াত বিশ্বাস করে না : কক্সবাজারে শফিকুর রহমান

জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব মহান আল্লাহর, নেতৃত্বে ছাত্র-জনতা বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...