ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১০:১৯ এএম

পর্যটন রাজধানী কক্সবাজারে একটি অভিজাত হোটেলে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে জেসিআই কক্সবাজার চ্যাপ্টারের নতুন তৃতীয় বর্ষ কমিটির দায়িত্ব গ্রহণ, চেইন হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কক্সবাজার চ্যাপ্টারের নতুন বর্ষের নেতৃত্বকে দিকনির্দেশনা দিয়ে উদ্দীপনামূলক বক্তব্য দেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট ইমরান কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল। গেস্ট অফ অনার ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমান্ডার (অব.) মোহাম্মদ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেসিআই ট্রাস্টের চেয়ারম্যান সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর নিয়াজ মোর্শেদ এলিট, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিআই ডিরেক্টর আবু মোরশেদ চৌধুরী, জেসিআই বাংলাদেশের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট, জেসিআই কক্সবাজারের ফাউন্ডার প্রেসিডেন্ট আবু ফারহান, ও জেসিআই বাংলাদেশের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট শান শাহেদ।

nagad
nagad

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ২০২৩ সালের জেসিআই কক্সবাজারের প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে জেসিআইয়ের বিগত কমিটির দায়িত্বপ্রাপ্তরা এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘কক্সবাজারের জন্য স্পেসিফিক অনেক বিষয়ে জেসিআই কাজ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যদি কোন ফলপ্রসূ প্রজেক্ট উপস্থাপন করা হয়, ফান্ডের অভাব হবে না।’ তিনি জেসিআই কক্সবাজার চ্যাপ্টারকে একীভূত হয়ে কাজ করার আহবান জানান।

পরে নব নির্বাচিত প্রেসিডেন্ট আবেদ আহসান সাগরকে চেইন হস্তান্তরের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা দায়িত্বভার অর্পণ করা হয়।

জেসিআই কক্সবাজারের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ইমিডিয়েট লোকাল প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনোয়ার জিসান, ভাইস প্রেসিডেন্ট আমজাদ মাহমুদ ও হুমায়ুন কবির রুবেল, সেক্রেটারি জেনারেল ফয়সাল সিদ্দিকী, জেনারেল লিগ্যাল কনস্যুল ইমরুল শাহেদ, ট্রেজারার আরিফুর রহমান, ট্রেইনার কমিশনার নিজাম উদ্দিন আহমেদ এবং ডিরেক্টর হিসেবে মোহাম্মদ নুরুল আলম, রিশাদুর রহমান, জাভেদ ইউসুফ হিরো চৌধুরী, সিদরাতুল মুনতাহা, ওমর ফারুক, সাইফুদ্দিন খালেদ, মোহাম্মদ ইলিয়াস।

এর পূর্বে টাইড মিটিং রুমে বর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেসিআই কক্সবাজার চ্যাপ্টারের ম্যান্টর সিনেটর হামীম হাসান জয়ী। তিনি গত দুই বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

মিটিং-এ নতুন বর্ষের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন প্রেসিডেন্ট আবেদ আহসান সাগর এবং ট্রেজারার আরিফুর রহমান বাজেট উপস্থাপন করেন।

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...