প্রকাশিত: ১৫/০৮/২০১৯ ৮:১৪ এএম

ফারুক আহমদ, উখিয়া ::
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে উখিয়া উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার (১৪ আগস্ট) বিকেলে উখিয়ার কোটবাজারস্থ আরব সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আলমের সভাপতিত্বে ও উখিয়া আওয়ামীলগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উখিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য কবি আদিল চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উখিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু, সহ-সভাপতি ইসকান্দর হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা এডভোকেট খায়রুল আমিন, গিয়াস উদ্দিন চৌধুরী, রশিদ আহমদ, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ-সভাপতি কাজি আক্তার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আযাদ, উখিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি সভাপতি মেম্বার সরওয়ার কামাল পাশা, আওয়ামীলীগ নেতা আবুল আলা চৌধুরী, আজিজুর রহমান সহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালন করার জন্য সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুকে আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আযাদকে যুগ্ন আহবায়ক করে জাতীয় শোক দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।

উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানানা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের পরামর্শে আগামী ১৬ আগস্ট শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে খতমে কোরআন, মিলাদ মাহফিল, জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা অর্ধনির্মিত উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও দুপুরে আলোচনা সভা এবং কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হবে।

উখিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আলম জানান, কোটবাজার আরব সিটি সেন্টার প্রাঙ্গণে ব্যাপক পরিসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গৃহিত কর্মসূচি সফল ভাবে সার্থক করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...