প্রকাশিত: ০৫/০৮/২০১৬ ২:০১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::Picture1কোরআনের কোথাও মানুষ হত্যা করে জান্নাতবাসী হওয়ার কথা উল্লে­খ নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের ১৭ কোটি মানুষের মাঝে শ খানেক বিপথগামী পবিত্র কোরআনের অপব্যাখ্যায় নেমেছে। তারা মানুষ হত্যা করে জান্নাতের টিকিট ‘ওকে’ করতে চাচ্ছে।

শুক্রবার বেলা ১১টায় শহরের বাহারছরা গোলচত্তরস্থ কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস মাঠে আয়োজিত কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

শুধু ইসলাম ধর্ম নয় বিশ্বে বিদ্যমান কোনো ধর্মেই মানুষ হত্যার সমর্থন নেই। এখন যারা জঙ্গিবাদে মানুষ হত্যা করছে তারা আবার নিজেদের মুসলমান বলে দাবি করে। এতে সারা বিশ্বে আজ শান্তির ধর্ম ইসলামের অনুসারীদের দেখা হচ্ছে সন্দেহের চোখে। যা লজ্জাজনক। এটা মনে রাখা উচিত জঙ্গিবাদ জান্নাতে নয়, জাহান্নামে যাওয়ার পথ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, দেশের যেকোনো প্রকল্প শুরুর আগেই নিন্দুকেরা নেগেটিভ মন্তব্য করে কাজে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা চালায়। সম্প্রতি এমআরপি প্রদানের আগে অপপ্রচার চালানো হয়েছিল সময় মতো এটি দেয়া সম্ভব হবে না। এবং এমআরপি না পাওয়ার কারণে অনেক প্রবাসীকে দেশে ফিরে আসতে হবে। কিন্তু এমআরপির সময়মতো সরবরাহ সম্ভব হওয়ায় একজন প্রবাসীকেও দেশে ফেরত আসতে হয়নি। বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন ই-পাসপোর্ট সরবরাহ করার চিন্তা করছে সরকার।

Minister

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান।

পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার, এটি সবার হাতে পৌঁছে দেয়া আমাদের অঙ্গীকার এ কথা উল্লে­খ করে ডিজি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ মানুষকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সরবরাহ করা হয়েছে। পাসপোর্ট সরবারাহ দিয়ে এ পর্যন্ত সাত হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। দেশের ৬৪ জেলা ও বিশ্বের ৬৫ দেশে স্বতন্ত্রভাবে পাসপোর্ট সরবরাহ অফিস কাজ করছে।

অনুষ্ঠানে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজী মুহাম্মদ ইলিয়াছ, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্ল­াহ রফিক ও টেকনাফ-উখিয়া আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি বক্তব্য রাখেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ রাজনৈতিক, পেশাজীবী, আইনপ্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠানস্থলে এসে মন্ত্রী কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব-নির্মিত ভবনের ফলক উদ্বোধন করেন। সুত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...