প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৮:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০১ পিএম

নিউজ ডেস্ক::l
জঙ্গিরা মুসলিম বা খ্রীষ্টান হয় না, তাদের কোনো জাত নেই। একবার তারা সন্ত্রাসে প্রবেশ করে গেলে আর তাদের কোনও ধর্মীয় পরিচয় থাকে না।

ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে গিয়ে বুধবার এ মন্তব্য করেন তিব্বতীয় ধর্মগুরু দালাই লামা।

প্রথমবারের মতো মণিপুরে তিনদিনের সফরে গিয়ে ৮২ বছরের দালাই লামা বলেন, ‘যে মুহূর্তে কোনো মুসলিম বা খীষ্টান জঙ্গি হওয়ার পেশাকে বেছে নেয়, তখন থেকে তার আর কোনো ধর্ম থাকে না।’

তিব্বতীয় এই ধর্মগুরুর সঙ্গে উত্তর–পূর্ব ভারতের জনজীবনের সম্পর্ক খুবই দৃঢ়। দালাই লামা মিয়ানমারে হওয়া মুসলিমদের ওপর অত্যাচারকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত একটি ঐতিহাসিক দেশ এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। তাই বিভিন্ন ধর্ম, সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন বিশ্বাসকে মেনে চলেন এবং তা সংরক্ষণ করে রাখেন। কিন্তু কোনও ধর্মীয় দলের অধিকার নেই মানুষের থেকে তার ধর্মকে কেড়ে নিয়ে অন্য ধর্মে রূপান্তরিত করা। এটা ভুল।’

১৯৫৯ থেকে দলাই লামা চীন থেকে পালিয়ে আসার পর ভারতেই বসবাস করছেন। দালাই লামাকে সম্প্রতি ডোকা লা নিয়ে ভারত–চীনের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, এ ধরনের ঘটনা ঘটেই যাবে, এতে কোনও সন্দেহ নেই। দু’টো দেশ শুধু শুধু যুদ্ধ করলো, অথচ যুদ্ধে কে জয়ী হলো তাই জানা গেল না।

দালাই লামা বলেন, ‘ভারত ও চীন দুটোই দারুণ দেশ, একে অপরের থেকে কেউই কম নয়। দু’টি দেশই পাশাপাশি থাকে। সীমান্ত নিয়ে কিছু সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু এটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল না।’ সূত্র: আজকাল

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...