প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৯:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০২ পিএম

উখিয়া নিউজ ডেক্স::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করেছে। মরিচ্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।

প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম লিডার শাহ আলম চৌধুরী (রাজা শাহ আলম)। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে উখিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য আদিল চৌধুরী ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম। প্রধান বক্তা ছিলেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ও উখিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। তারই কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য দেশ পরিচালনায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। আজকের এ শোকাবহ দিনে জাতির জনককে শ্রদ্ধা ভরে বাংলার মানুষ স্মরণ করছে। তিনি আরো বলেন, গত ১ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের অর্পিত দায়িত্ব পালন করে আসছি। আমার দায়িত্বপালনকালীন সময়ে উন্নয়ন কর্মকান্ডে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি হয়নি। তারপরও একটি মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমার বিরুদ্ধে কেউ দুর্নীতি অনিয়ম ও সরকারী উন্নয়ন প্রকল্পের টাকা আত্বসাতের প্রমাণ করতে পারলে আমি চেয়ারম্যান পদ ছেড়ে দেব। তিনি চ্যালেঞ্জ করে এও বলেন, ইনশাল্লাহ আমার কেউ কিছু করতে পারবে না।

আওয়ামীলীগ নেতা জয়নাল উদ্দিন বাবুলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, মাহমুদুল হক সিকদার, আব্দুর রহিম, মেম্বার মনজুর আলম, মেম্বার শাহজাহান চৌধুরী, মেম্বার জয়নাব বেগম, যুবলীগ নেতা শাহজাহান সাজু, বাবু মিলন বড়ুয়া, মোজাম্মেলক সিকদার, মোহাম্মদ নাছির, গিয়াস উদ্দিন প্রমূখ।

এসময় ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে প্রায় ২ হাজারের অধিক জনগণকে মেজবান পরিবেশন করা হয়। এর আগে খতমে কোরআন, মিলাদ মাহ্ফিল, কাল ব্যাচধারণ ও পতাকা উত্তোলন করা হয়।

পাঠকের মতামত

৮১ রোহিঙ্গা আটক

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন ...

প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম নগরের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোক্তার (২৮) ও মো. রুবেল ...