প্রকাশিত: ০৯/০৭/২০১৬ ৭:২৫ এএম

13624658_901098256686687_1819727948_nবিনোদন ডেস্ক: প্রথম বিবাহবার্ষিকীকে স্পেশাল করে তুলতে শাহিদ কাপুর এবং মীরা রাজপুত একটি স্পেশাল চুমু শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং এই নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়ে যায় চারিদিকে।

২০১৫‘র ৭ জুলাই মহা ধূমধামের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত হয় শাহিদ-মীরার বিয়ের অনুষ্ঠান। দেখতে দেখতে কেটে গেছে এক বছর । ইতিমধ্যেই এক নতুন অতিথি আসতে চলেছে কাপুর খানদানে । আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন মীরা । এর মধ্যেই প্রথম বিবাহবার্ষিকীকে আরো স্মরণীয় করতে শাহিদ ইনস্ট্রাগ্রামে একটা রোম্যান্টিক ছবি পোস্ট করেন । ছবির সঙ্গে উনি লেখেন “হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ । ইউ আর মাই সানশাইন।”

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...