প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ৮:২৬ পিএম , আপডেট: ০৯/০৩/২০১৭ ৮:৩৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের অবহেলিত নাইক্ষ্যংছড়ি উপজেলাকে আধুনিক ও বাণিজ্যিক উপজেলা রূপ দিতে সীমান্তে স্থলবন্দর স্থাপনের দাবীতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাক্ ঢালার আমতলী মাঠ এলাকায় আ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ৪টি ইউনিয়নের শত শত নারী পুরুষ। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দোকানের সামনেই দাঁড়িয়ে গেলেও পথচারী, রিকশা-ভ্যান চালক কেউ-ই বাদ পড়েননি। যার যার অবস্থান থেকেই নিজের তাগিদে দাঁড়িয়েছেন মানববন্ধনে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই মানববন্ধন আমতলী মাঠ থেকে অর্ধ কিলোমিটার দীর্ঘ হয়।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন- পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন করতে চাইলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪ নং পিলারের মধ্যবর্তী চেরারমাঠ-আমতলীমাঠ এলাকায় ট্রানজিট পয়েন্ট স্থাপন প্রয়োজন। এতে করে পুরো উপজেলার মানুষ উপকৃত হবে। স্থল বন্দর চালু হলে উভয় দেশের ব্যবসা বাণিজ্যে উন্নয়নের দ্বার খুলে যাবে নতুন করে। বক্তারা আরো বলেন- ঘুমধুমে স্থল বন্দর হউক সেটা আমরাও চাই, তবে নাইক্ষ্যংছড়ি তথা পার্বত্য অঞ্চলের মানুষকে ডিঙ্গিয়ে পাশর্^বর্তী এলাকার মানুষের সুযোগের জন্য নয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা আওমীলীগ নেতা ডা: সিরাজুল হক, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোজ্জাফর আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেস কাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু প্রমূখ।

এ কর্মসূচির সঙ্গে সব রাজনৈতিক দলের নেতারা এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
সকলের মুখে একটাই দাবি, পিছিয়ে পড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষের জীবনমান উন্নয়নে স্থলবন্দর স্থাপন করতেই হবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪ নং পিলারের মধ্যবর্তী চেরারমাঠ-আমতলীমাঠ এলাকায় ট্রানজিট পয়েন্টে । শিশু থেকে তরুণ-যুবক কিংবা বয়োবৃদ্ধ সবাই এসেছিলেন প্রাণের দাবি বাস্তবায়নে। শিা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ ব্যানার হাতে আওয়াজ তুললেন- স্থলবন্দর সীমান্তের চাক্ ঢালায় চাই। এরপরেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

এদিকে আজ শুক্রবার (১০ মার্চ) ঘুমধুম স্থল বন্দরের সম্ভাব্যতা যাচাই করতে যাচ্ছেন নাইক্ষ্যংছড়ি পরিদর্শনে যাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।

পাঠকের মতামত

মৎস্য খাতের অগ্রযাত্রায় নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ

মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস সরকার। বিশেষত কৃষি ও জলজ ...

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...