প্রকাশিত: ০৫/১০/২০২১ ১:৪৭ পিএম , আপডেট: ০৬/১০/২০২১ ১০:০৮ পিএম

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া::
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ও পরিচালিত চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের চলতি শিক্ষাবর্ষের লিডার নির্বাচন সম্প্রতি অনুষ্টিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন প্রতিষ্টানের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার। চলতি শিক্ষাবর্ষে নির্বাচিত লিডারদের মধ্যে রয়েছে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী ফায়িযাহ লীনাত দিয়াহ। সে ওই কলেজের প্রীতিলতা হাউজের সাংস্কৃতিক বিভাগে নেতৃত্বে দিবে। ফায়িযাহ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরানামা গ্রামের হাজী বাড়ির মৌলভী জামাল হোছাইনের নাতনী। ফায়িযাহ’র বাবা বাংলাদেশ সেনাবহিনীতে কর্মরত মেজর শফিকুল ইসলাম এবং মা ফজিলাতুন নেছা রুপসা এর প্রথম সন্তান। ফায়িযাহ চট্টগ্রাম ক্যান্টমেন্ট কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
উল্লেখ্য যে, বিগত ৬০ বছর ধরে শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও শিষ্টাচারম বাচনভঙ্গি উচ্চতর দক্ষতা, মানসিক দক্ষতা এবং নেতৃত্বে দানের ক্ষমতা বিবেচনা করে সার্বিক পারদর্শিতার ভিত্তিতে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক স্কুলে এই লিডার নির্বাচন করা হয়।

পাঠকের মতামত

ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: ড. সাখাওয়াত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত সড়ক ও ঘুমধুমের স্থলবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ...