
স্টাফ রিপোর্টার, কক্সবাজার ::
কক্সবাজারে চকরিয়া কাকারায় মাদক সেবনে বাধা দেয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা রুহুল কাদের নামে এক ব্যক্তিকে অপহরণ ও পিটিয়ে হত্যা করে মাজারের পুকুরে লাশ দিয়ে গেছে। আগেরদিন রাতে হামলা চালিয়ে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত ব্যক্তি কাকারা কসাই পাড়া গ্রামের আমির হোসেনের পুত্র। সন্ত্রাসীদের হামলা ঘটনায় একই পাড়ার কলেজ পড়ুয়া ছাত্র মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ রিদুয়ান আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ১০টায় কাকারা শাহ ওমর মাজার এলাকায় মাদক সেবনকালে কিছু যুবককে স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে মাসকসেবীরা। ওসময় রুহুল কাদেরকে অপহরণ ও দুই যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে মাদকসেবী।
স্থানীয় কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান বলেন, মাজার এলাকায় মাদকসেবনে বাধা দেয়ায় স্থানীয় লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার একদিন পর শুক্রবার রাতে নিখোঁজ রুহুল কাদেরের লাশ পুলিশ মাজারের পুকুর থেকে উদ্ধার করে। চকরিয়া থানার ওসি (তদন্ত) বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে লাশের ব্যাপারে প্রকৃত রহস্য উদঘাটন হবে।
পাঠকের মতামত