প্রকাশিত: ০৯/০৭/২০১৭ ১০:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

চকরিয়া প্রতিনিধি ::
যাত্রীবাহি বাস হানিফ পরিবহণ ও মালবাহি ট্রাকে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি এলাকায় এঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও শতশত যাত্রী আটকা পড়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানাগেছে।

ঘটনাস্থল থেকে করিম নামের একজন বিশ্বস্থ যাত্রী জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাস (হানিফ পরিবহণ) ও কক্সবাজার অভিমুখি মালবাহি ট্রাক অপর একটি যাত্রীবাহি চাড়পোকা গাড়ীকে বাচাতে গিয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি এলাকায় রোববার রাত সাড়ে ৯টায় সংগঠিত দুর্ঘটনায় ২ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হওয়ার কথা নিশ্চিত করেন তিনি। এসময় আরো ৫জন যাত্রী আহত হন।

আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষনিক তিনি জানাতে পারেননি। ঘটনার পরপরই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও শতশত যাত্রী আটকা পড়ে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (র্ভারাপ্ত) এএসআই হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাত ১০টার দিকে উভয় পাশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। তবে ঘটনায় বেশকিছু যাত্রী গুরুতর আহত হওয়ার কথা জানালেও ১ নিহত হয়েছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...