প্রকাশিত: ০৯/০৭/২০১৭ ১০:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

চকরিয়া প্রতিনিধি ::
যাত্রীবাহি বাস হানিফ পরিবহণ ও মালবাহি ট্রাকে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি এলাকায় এঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও শতশত যাত্রী আটকা পড়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানাগেছে।

ঘটনাস্থল থেকে করিম নামের একজন বিশ্বস্থ যাত্রী জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাস (হানিফ পরিবহণ) ও কক্সবাজার অভিমুখি মালবাহি ট্রাক অপর একটি যাত্রীবাহি চাড়পোকা গাড়ীকে বাচাতে গিয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি এলাকায় রোববার রাত সাড়ে ৯টায় সংগঠিত দুর্ঘটনায় ২ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হওয়ার কথা নিশ্চিত করেন তিনি। এসময় আরো ৫জন যাত্রী আহত হন।

আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষনিক তিনি জানাতে পারেননি। ঘটনার পরপরই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও শতশত যাত্রী আটকা পড়ে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (র্ভারাপ্ত) এএসআই হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাত ১০টার দিকে উভয় পাশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। তবে ঘটনায় বেশকিছু যাত্রী গুরুতর আহত হওয়ার কথা জানালেও ১ নিহত হয়েছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...