প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ৭:২৬ পিএম

13595932_784863924984168_2091967402_nঘুমধুম(নাইক্ষ্যংছড়ি)সংবাদদাতা:

উখিয়া উপজেলার টিভি রিলে কেন্দ্রের পাশাপাশি অবস্থিত ঘুমধুম রেডিয়েন্ট বিজনেস কনসুডিয়াম ফার্ম কতৃক প্রতি বছর এলাকার গরিব,দুঃস্থ ও এতিমদের মাঝে যাকাত ফান্ড হতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কিন্তু এই বছর দেখা যায় ভিন্ন চিত্র নামে মাত্র স্থানীয় কয়েকজন গরিবকে ঈদ সামগ্রী বিতরণ করলেও বাকী ঈদ সামগ্রীগুলো পাশ্ববর্তী কুতুপালং শরণার্থী ক্যাম্পের অাই,এম,ও কতৃক পরিচালিত উগ্রপন্থি রোহিঙ্গাদের মাঝে ব্যাপকহারে বিতরন করা হয়। অভিযোগের ভিত্তিতে উক্ত ফার্মে গিয়ে দেখা যায় শতশত রোহিঙ্গাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা জালাল অাহমেদ,গোলাম কবির,বিধবা খতিজা বেগমসহ অনেকে প্রতিবেদকে জানান ফার্মে কর্মরত ম্যানেজার মামুন,সুপার ভাইজার নুরুল ইসলাম,সাহাব উদ্দিন মাঝিসহ অনেকে শরণার্থী ক্যাম্পে গিয়ে রোহিঙ্গা যুবতিদের নিয়ে অামোদ-পূর্তিতে লিপ্ত হয়,তাই অনেক সময় রোহিঙ্গাদের সন্তুষ্ট রাখতে অনৈতিক সুবিধা প্রদান করে থাকে। ঘুমধুম রেডিয়েন্ট কসমুডিয়াম ফার্মের যাকাত ফান্ডের রমযান ও ঈদ সামগ্রী বিতরণে ব্যাপক অনিয়মে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...