ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০২/২০২৪ ৯:৫৮ এএম

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি আপাতত শান্ত থাকায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আজ খুলে দেওয়া হচ্ছে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সীমান্তে অস্থিরতার জেরে গত ২৯ জানুয়ারি এসব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ জাকারিয়া জানান, ঘুমধুম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে নিয়মিত ক্লাস চলবে।

বিদ্যালয়গুলো হলো– উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চলতি বছরের জানুয়ারি শেষে দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনা ও আরাকান আর্মিদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের আঁচ পরে দেশের সীমান্তে। পরে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে থাকলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘুমধুম ইউনিয়নের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

প্রথমে গত ২৯ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি দেওয়া হয়। পরদিন থেকে কয়েকদিনের জন্য খুললেও ৫ ফেব্রুয়ারি থেকে ফের বন্ধ ঘোষণা করা হয় এসব শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে মিয়ানমারের দুই বাহিনীর মধ্যে গোলাগুলিতে ৫ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এছাড়া গোলাগুলিতে আহত হন আরও ৯ জন।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...