প্রকাশিত: ২৮/০৮/২০২১ ১২:৩৭ পিএম

দুর্যোগ সহনীয় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে বিতরণ করা ঘর নির্মাণে অনিয়মের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। তদন্তের পরে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুলে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কেউ গৃহহীন থাকবে না। সারা দেশে প্রায় দুই লক্ষ ঘর বিতরণ করা হয়েছে। এরমধ্যে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৩টি ঘরে ফাঁটল দেখা দিয়েছে। একটি জায়গায় মাটি ভরাট করে এই ঘর নির্মাণ করায় এমনটি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। ঘর নির্মাণে কোন অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে অনেক ঘরে ফাঁটল ধরার কথা সঠিক নয়।

ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, আপনারা শুনেছেন দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারীপুরসহ ১০ জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় আমরা ইতিমধ্যে ৮৭ লক্ষ টাকা ও শুকনা খাবার পাঠিয়েছি। এসব জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট করছে। আগুনের ...

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ ...

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতি-বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে ...

দেশে ফিরেছেন শহিদুল আলম

ইসরাইলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ...

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত নিয়ে প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ...