প্রকাশিত: ১৪/০২/২০১৮ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৮ এএম

নিউজ ডেস্ক::

কমিউনিস্ট নারী বিদ্রোহীদের গোপন অঙ্গে গুলি করে অঙ্গহানি করার নির্দেশ দেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। প্রেসিডেন্টকে নারী-বিদ্বেষী ও পৌরুষপূর্ণ-ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করেছেন মানবাধিকার ও নারীবাদী কর্মীরা।

গত সপ্তাহে দেশটির ম্যালাকানাং শহরে সাবেক কমিউনিস্ট সেনাদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দুতার্তে এ মন্তব্য করেন। সেখানে তিনি নারী গেরিলাদের দমনে এ নির্দেশনা দিয়ে বলেন, এভাবে অঙ্গহানি করা হলে এসব নারী দলে অকার্যকর হয়ে পড়বেন। অনুষ্ঠানে দুই শতাধিক সাবেক কমিউনিস্ট সেনা যোগ দেন।

দুতার্তে বলেন, ‘মেয়রের পক্ষ থেকে নতুন একটি আদেশ এসেছে, “আমরা তোমাদের হত্যা করব না। আমরা শুধু তোমাদের গোপন অঙ্গে গুলি করব।”’ এরপর তিনি বলেন, নারীরা তাঁদের গোপন অঙ্গ ছাড়া দলে ‘অকার্যকর’ হয়ে পড়বেন।

প্রেসিডেন্ট দুতার্তে তাঁর বক্তব্যে ভিসায়ন ভাষার শব্দ ‘বিসং’ উল্লেখ করেন, যার অর্থ যৌনাঙ্গ। গোটা বক্তব্যে তিনি শব্দটি ব্যবহার করেন। যদিও পরে সরকারের আনুষ্ঠানিক বিবৃতি থেকে শব্দটি বাদ দেওয়া হয়েছে। এই শব্দ ব্যবহারের জায়গা খালি রেখে বিবৃতিটি প্রকাশ করা হয়। রেকর্ডে দুতার্তে বক্তব্য দেওয়ার সময় দর্শকসারিতে হাসাহাসির শব্দ শোনা গেছে।

দুতার্তের বক্তব্যে মানবাধিকার ও নারী সংগঠনগুলো ব্যাপক চটেছে। হিউম্যান রাইটস ওয়াচের ফিলিপিনো গবেষক কার্লোস এইচ কন্দে বলেছেন, ‘তিনি (প্রেসিডেন্ট দুতার্তে) নারীদের নিয়ে যে বিদ্বেষী, মর্যাদাহানিকর ও হীনকর বক্তব্য দিয়ে আসছেন, এটা তারই সর্বশেষ সংযোজন।’ তিনি আরও বলেন, ‘এটা (দুতার্তের বক্তব্য) সরকারি বাহিনীকে সশস্ত্র সংঘাতের সময় যৌন সহিংসতায় উৎসাহ জোগায়, যা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন।’

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...