ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০২/২০২৪ ১০:১০ পিএম , আপডেট: ২৪/০২/২০২৪ ১০:১৫ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় এক রোহিঙ্গার পেটে বিশেষ কায়দায় রাখা ইয়াবার চালান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় পাঁচ হাজার ইয়াবাসহ ফয়জুল ইসলাম (৩৩) নামের ওই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

স্টোর কিপার নিযোগ দিচ্ছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে,বেতন ২৪৩০০

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তিনি ধরা পড়েন। গাজীপুর মহানগর পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার হওয়া আসামি ফয়জুল কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম নাজির হোসেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ কামাল হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানকার (সোন্ডা) রড মিল রোড এলাকায় পলাতক আসামি নাজমুল মৃধার বাসা থেকে রোহিঙ্গা ফয়জুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আসামি ফয়জুল ইসলাম জানান, তিনি কক্সবাজার থেকে টঙ্গীতে দীর্ঘ দিন ধরে ইয়াবা ট্যাবলেট পরিবহন করে আসছেন। তিনি মূলত পাচারের উদ্দেশ্যে ইয়াবা তার পেটে বহন করেন। এজন্য ৬০ পিস করে ইয়াবার ছোট ছোট পোটলা গিলে খেয়ে পেটে বহন করে নিয়ে আসেন। পরবর্তীতে বাথরুমে গিয়ে ইয়াবার পোটলা বের করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের পেশাদার মাদক কারবারি। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...