লাইসেন্সহীন ফার্মেসীতে রোহিঙ্গাদের চিকিৎসার নামে প্রতারণা
জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফ উপজেলায় নতুন পুরাতনসহ মোট ৭টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের অভ্যন্তরে ...
সেলিম উদ্দিন, ঈদগাঁও;;
দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে নারী নির্যাতন প্রতারণাসহ একাধিক মামলার আসামী মো: সোলতান (৪৫) কে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভির রাতে চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করেন। মো: সোলতান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের মৃত আবদুর রহমানের পুত্র।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মো: সোলতানের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা যার নং ৫০৬/১৫ ও চকরিয়া জুলিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী মামলা রয়েছে। যার নং ৪৪১/১৬। থানা পুলিশের এসআই সুকান্ত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং মঙ্গলবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত