প্রকাশিত: ২১/০৬/২০১৬ ৯:১৮ পিএম

sahara-is-parlimentআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ সাহারা খাতুন বলেছেন, খালেদা জিয়া ইসলাম ও মুসলিমদের শক্র। সে ইসরাইলের সাথে হাত মিলিয়ে, তাদের কাছ থেকে টাকা নিয়ে দেশে গুপ্তহত্যা চালাচ্ছে। মোসাদের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করতে চায় খালেদা।

মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাহারা খাতুন বলেন, ক্ষমতার ফিরে পেতে খালেদা দেশকে বিক্রি করে দিতেও দিধা বোধ করবে না। তিনি জঙ্গি নেত্রী হওয়ায় সাধারণ মানুষের কথা ভাবে না, দেশের উন্নয়ন বিশ্বাস করে না। যে কোন মূল্যে তার ক্ষমতা চাই।

তিনি বলেন, যেখানে সমগ্র পৃথিবী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে, সেখানে খালেদা তাদের সাথে হাত মিলিয়েছেন। তিনি মুখে ইসলামের কথা বললেও তার অন্তরে আছে ইহুদিদের স্থান। শেখ হাসিনা সরকার ইসলামের পক্ষের সরকার, উন্নয়নের সরকার, সব মানুষের সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেত্রী না সমগ্র পৃথিবীর অন্যতম নেত্রী। তিনি উন্নয়নের জন্য অন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। এ সরকারে মাধ্যেমেই দেশের উন্নয়ন সম্ভব।

পাঠকের মতামত

ওসির পর এবার ইউএনও বদলি

চট্টগ্রামের ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রদবদলের পর এবার ছয় উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা হয়েছে। ...

এবার ইউএনওদেরও বদলি চাইল ইসি

সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চেয়েছে ...