ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ৯:৪১ পিএম , আপডেট: ১৮/০৩/২০২৫ ৯:৫৪ পিএম

সম্প্রতি উখিয়ার সকল বাজার ইজারা হয়েছে। উখিয়ার খুবই গুরুত্বপূর্ণ বাজার কোর্টবাজার এবার আগের চেয়ে কমদামে ইজারা হয়েছে তাই ব্যাবসায়ীরা স্বস্তির নিশ্বাস ফেলছে। কিন্তু সম্প্রতি এই বাজার সাব- ইজারাদারদের দায়িত্বে চলে যাবে একরকম গুঞ্জন উঠার পর ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে পালং মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠিক সম্পাদক হেলাল, সাব-ইজারা প্রত্যাশীদের উদ্দেশ্য করে সমাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন।
সেটি নিম্নে হুবহু তুলে ধরা হলো।

আসসালামু আলাইকুম।
কোটবাজারের সকল সাব-ইজারাদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। গত ২৪-২৫ অর্থ বছরে সাবেক ছাত্রলীগ নেতা মকবুল হোসাইন মিথুন সর্বোচ্চ ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কোটবাজার ইজারা পান। সরকারি ভ্যাট সহকারে তা হয়ে যায় ১কোটি ৫৩ লক্ষ টাকা।
আর এই ২৫-২৬ অর্থ বছরে উখিয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা সুলতান মাহমুদ চৌধুরী ১কোটি ০৩ লক্ষ ২৮ হাজার টাকা দিয়ে ইজারা পান।
যা সরকারি ভ্যাট সহকারে ১কোট ২৯ লক্ষ টাকা হয়। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সরকারি বাজার ইজারা কমে যাওয়ায় সাধারণ ব্যবসায়ী স্বস্তির নিশ্বাস পেলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে।

এখন কথা হচ্ছে সাব-ইজারাদার ভাইগণ আপনারা সাব-ইজারা নেয়ার সময় একটু চিন্তা করে নিবেন। কারণ সাধারণ ব্যবসায়ীরা মনে করে তাদের আগের থেকে হাসিল কম দিতে হবে, কারণ বাজার ডাক অনুযায়ী।
আর পেশি শক্তি দিয়ে যদি বেশি আদায় করার চেষ্টা করা হয় তা সাধারণ ব্যবসায়ীরা প্রতিহত করবে। প্রয়োজনে আবারও আন্দোলন হবে। তারপরেও নতুন কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।
রক্তাক্ত জুলাই-আগস্টের বিজয়ের পর সাধারণ ব্যবসায়ী ও জনগণ হাসিনা মার্কা নব্য স্বৈরাচার দেখতে চায়না বিপ্লবী জনগণ।

অনুরোধক্রমে
হেলাল বিন চৌধুরী সাঈদী
সাংগঠনিক সম্পাদক
পালং মৎস্য ব্যবসায়ী সমিতি কোটবাজার, উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

‘প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে’ সরকারি চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা!

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে’ সরকারি চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা মনিরের, ১ লাখ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের নির্দেশনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ...

ইসিএ এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলেন উখিয়ার এসিল্যান্ড

১৯৯৯ সালে পরিবেশ অধিদপ্তর উখিয়াকেও পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা হিসেবে ঘোষণা করে। মেরিন ড্রাইভকে ...