প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ৪:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
শরণার্থী শিবিরে থাকা কোনো রোহিঙ্গা না খেয়ে মারা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (১৮ সেপ্টম্বর) সকালে উখিয়া থেকে কুতুপালং যাওয়ার রাস্তা প্রশস্ত করার কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। রোহিঙ্গারা যাতে মূলস্রোতে মিশে যেতে না পারে সেজন্য সরকার সচেষ্ট রয়েছে বলে জানান মন্ত্রী।

শরণার্থীদের সাহায্যের জন্য প্রচুর গাড়ি আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যত দ্রুত সম্ভব রাস্তা প্রশস্ত করা হবে। এসময় তিনি প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকার জন্য রোহিঙ্গাদের পরামর্শও দেন।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...