

উখিয়া উপজেলার বানিজ্যিক এলাকা কোটবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে খরচ দেখানো হয়েছে মোট ২ লাখ ১০ হাজার টাকা। এমন বিল প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
অভিযোগ উঠেছে, এই টাকা নিয়েছেন কক্সবাজার জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক কবির আহমদ।বিলের হিসাবপত্রে কক্সবাজার থেকে কোটবাজার আসা–যাওয়া বাবদ দেখানো হয়েছে ৩০ হাজার টাকা, যা স্থানীয়দের কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে হচ্ছে।
এ ছাড়া বিলের অন্যান্য খাতেও তুলে ধরা হয়েছে কয়েকটি অপ্রাসঙ্গিক ব্যয়, যেগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে—মাইক্রোবাস ভাড়া: ৩০,০০০ টাকা, সভা পরিচালনা খরচ: ৩০,০০০ টাকা,আপ্যায়ন ব্যায় ২০,০০০ টাকা, পরিদর্শন ফি ও ভাতা: ২০,০০০ টাকা, পরিচালনা খরচ: ২০,০০০ টাকা
প্রশাসনিক ব্যয়: ২০,০০০ টাকা,পেপারের ব্যয়: ২০,০০০ টাকা।
স্থানীয়রা বলছেন,এসব খরচ নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ করা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়ার কুতুপালং দোকান মালিক সমবায় সমিতির সাবেক দায়িত্বশীল আবু ছিদ্দিক বলেন,বিগত কোনো নির্বাচনে এমন হাস্যকর ও অস্বাভাবিক ব্যয়ের হিসাব দেখানো হয়নি। কক্সবাজার থেকে কোটবাজার আসা–যাওয়া দোকান ভাড়া সর্বোচ্চ ৪ থেকে ৫ হাজার টাকা। সেখানে ৩০ হাজার টাকা দেখানো অবাস্তব। তাছাড়া অন্যান্য খাতে যে অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলোও অপ্রাসঙ্গিক ও বাস্তবতার সঙ্গে মেলেনা।
এ ব্যাপারে অভিযুক্ত সমবায় কর্মকর্তা কবির আহমদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান,এভাবে অতিরিক্ত ব্যয় দেখিয়ে সদস্যদের উপর অযাচিত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তদন্তের দাবি রাখে।
এ ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ সদস্যরা দ্রুত তদন্ত করে প্রকৃত ব্যয় উদঘাটনের দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত