সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২২/১১/২০২৫ ৫:৫৮ পিএম
হিসাব বিবরণী

উখিয়া উপজেলার বানিজ্যিক এলাকা কোটবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে খরচ দেখানো হয়েছে মোট ২ লাখ ১০ হাজার টাকা। এমন বিল প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

অভিযোগ উঠেছে, এই টাকা নিয়েছেন কক্সবাজার জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক কবির আহমদ।বিলের হিসাবপত্রে কক্সবাজার থেকে কোটবাজার আসা–যাওয়া বাবদ দেখানো হয়েছে ৩০ হাজার টাকা, যা স্থানীয়দের কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে হচ্ছে।
এ ছাড়া বিলের অন্যান্য খাতেও তুলে ধরা হয়েছে কয়েকটি অপ্রাসঙ্গিক ব্যয়, যেগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে—মাইক্রোবাস ভাড়া: ৩০,০০০ টাকা, সভা পরিচালনা খরচ: ৩০,০০০ টাকা,আপ্যায়ন ব্যায় ২০,০০০ টাকা, পরিদর্শন ফি ও ভাতা: ২০,০০০ টাকা, পরিচালনা খরচ: ২০,০০০ টাকা
প্রশাসনিক ব্যয়: ২০,০০০ টাকা,পেপারের ব্যয়: ২০,০০০ টাকা।
স্থানীয়রা বলছেন,এসব খরচ নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়ার কুতুপালং দোকান মালিক সমবায় সমিতির সাবেক দায়িত্বশীল আবু ছিদ্দিক বলেন,বিগত কোনো নির্বাচনে এমন হাস্যকর ও অস্বাভাবিক ব্যয়ের হিসাব দেখানো হয়নি। কক্সবাজার থেকে কোটবাজার আসা–যাওয়া দোকান ভাড়া সর্বোচ্চ ৪ থেকে ৫ হাজার টাকা। সেখানে ৩০ হাজার টাকা দেখানো অবাস্তব। তাছাড়া অন্যান্য খাতে যে অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলোও অপ্রাসঙ্গিক ও বাস্তবতার সঙ্গে মেলেনা।

এ ব্যাপারে অভিযুক্ত সমবায় কর্মকর্তা কবির আহমদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান,এভাবে অতিরিক্ত ব্যয় দেখিয়ে সদস্যদের উপর অযাচিত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তদন্তের দাবি রাখে।

এ ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ সদস্যরা দ্রুত তদন্ত করে প্রকৃত ব্যয় উদঘাটনের দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

ব্যবসায়ীদের ভোটযুদ্ধে জামায়াতের উত্থান, পেছনে বিএনপি

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ...