প্রকাশিত: ০৬/১২/২০১৬ ৭:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলার ব্যস্ততমউখিয়া উপজেলার ব্যস্ততম ষ্টেশন কোটবাজারকে যানযটমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে টানা ৩ দিন অভিযান চালানোর পর অবশেষে টম টম ও সিএনজি শ্রমিকদের জরুরী সমাবেশের আয়োজন করে কোটবাজার সিএনজি সমিতি ও টম টম সমিতির নেতৃবৃন্দরা। কোটবাজারের যানযট মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ মাইন উদ্দিন গত ৩ ধরে অভিযান চালিয়ে টম টম ও সিএনজি চালকদের গাড়ি সহ আটক করে জরিমানা আদায় করে আসছিল। উক্ত অভিযান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সিএনজি ও টম টম চালক সমিতির উদ্যোগে জরুরী সভা আহবান করেন।

গতকাল ৫ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় কোটবাজার চৌরাস্তার মোড়ে কোটবাজার টমটম ও সিএনজি চালক সমিতির উদ্যোগে এবং ট্রাক চালক সমিতির সভাপতি শ্রমিক নেতা শাহজাহানের সভাপতিত্বে শ্রমিক নেতা শরিফ মাহমুদ চৌধুরীর পরিচালনায় জারুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন। এসময় শ্রমিকদের দাবী দাওয়া উত্থাপন করা হলে দাবী দাওয়া মেনে নিয়ে শ্রমিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে টম টম সিএনজি পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয় এবং পার্কিং স্থান থেকে কোটবাজার চৌ-রাস্তার মোড়ে প্রতিলাইনে দুটি সিএনজি ও দুইটি টম টম সিরিয়াল নির্ধারণের মাধ্যমে যাত্রী উঠানামা করার নির্দেশ দেওয়া হয়। যদি কোন শ্রমিক ও চালকরা প্রভাব কাঠিয়ে সিরিয়াল ভঙ্গ করে যাত্রী উঠানামা করা হয় তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন জানিয়েছেন। জরুরী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার নুরু উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সিএনজি চালক সমিতির সভাপতি রুহুল আমিন খান, টম টম চালক সমিতির সভাপতি ওবাইদুল হক, সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম, টম টম চালক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোঃ সেলিম প্রমূখ।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...